চার্লি কার্কের হত্যাকাণ্ডের পরেই লিবারেলদের উল্লাস ! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বিস্ফোরক অভিযোগ

চার্লি কার্ককে গুলি করার পরেই একদল লিবারেল হাততালি দিয়ে উল্লাস প্রকাশ করেন বলে সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক অভিযোগ করা হয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
charli kirk


নিজস্ব সংবাদদাতা: উটাহ ভ্যালি ইউনিভার্সিটি (UVU)-তে চার্লি কার্কের অনুষ্ঠান চলাকালীন গুলির ঘটনায় এবার নতুন দাবি উঠল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে এক মহিলা জানান, গুলির পর নাকি ভিড়ের মধ্যে কিছু মানুষ হাততালি দিচ্ছিলেন এবং উল্লাস করেছিলেন। তবে তাঁর পরিচয় কিংবা ভিডিওর সত্যতা এখনও স্বাধীনভাবে যাচাই করা হয়নি। প্রশাসনও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি।

ভিডিওতে মহিলাকে আবেগপ্রবণ কণ্ঠে বলতে শোনা যায়— তিনি মাত্র একটি গুলির শব্দ শুনেছিলেন, তারপরই রক্তাক্ত দৃশ্য চোখে পড়ে। তিনি দাবি করেন, “আমি ঠিক সামনে থেকে দেখলাম চার্লি কার্ককে গুলি করা হলো। ওর গলায় গুলি লাগে, আর চারদিকে রক্ত ছিটকে যায়। এটা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য।’’

মharlie kirk

সবচেয়ে ভয়ঙ্কর ছিল ভিড়ের প্রতিক্রিয়া, দাবি ওই মহিলার। তাঁর কথায়, “কিছু লিবারেল সেখানে হাততালি দিচ্ছিল। কেউ মারা যাওয়ার পর উল্লাস করছিল। এটা একেবারে জঘন্য।” তিনি আরও যোগ করেন, “আপনার রাজনৈতিক মত যা-ই হোক, সেটা আপনার পছন্দ। কিন্তু যদি এমন ঘটনার পর আনন্দ পান, তাহলে নিজেকেই প্রশ্ন করুন— এটাই কি আপনি হতে চান?”

তবে এই বক্তব্য এখনো কোনও সরকারি সূত্রে নিশ্চিত হয়নি। ঠিক কখন ও কোথায় ওই ভিডিও রেকর্ড করা হয়েছে, তাও অজানা। কারা হাততালি দিয়েছিলেন বা আদৌ দিয়েছিলেন কিনা, তারও কোনও প্রমাণ নেই।

৩১ বছরের চার্লি কার্ক, যিনি কনজারভেটিভ অ্যাক্টিভিস্ট এবং ‘টার্নিং পয়েন্ট ইউএসএ’-এর সহ-প্রতিষ্ঠাতা, UVU-র অনুষ্ঠানে গুলিবিদ্ধ হয়ে মারা যান। তদন্তকারীরা একজন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করেছেন এবং আরও প্রমাণ সংগ্রহ করছেন। উটাহ-র গভর্নর স্পেনসার কক্স এই হত্যাকে “রাজনৈতিক হত্যা” বলে বর্ণনা করেছেন। প্রশাসন অনুরোধ করেছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত যেন কেউ ভুয়ো বা যাচাই না-করা তথ্য না ছড়ান।