/anm-bengali/media/media_files/2025/06/05/ROg1JAHnIlRleJMUFDS6.webp)
নিজস্ব সংবাদদাতা: 'ব্যয় বিল' ও কর সংক্রান্ত কিছু বিষয়ে মতবিরোধ নিয়ে, গত কয়েকদিন ধরেই এলন মাস্ক ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে এক চরম বিবাদ শুরু হয়েছিল। পরিস্থিতি একসময় এতটাই খারাপ হয় যে, একদিকে এলন মাস্ক ট্রাম্পের পদত্যাগ দাবি করেন এবং বলেন, ''ট্রাম্প ইচ্ছাকৃতভাবে জেফরি এপস্টেইন সম্পর্কিত কিছু তথ্য গোপন করছেন।'' আবার অপরদিকে মাস্কের সমস্ত কোম্পানিগুলির সাথে যাবতীয় সরকারি চুক্তি বাতিল করার হুমকি দেন ডোনাল্ড ট্রাম্প। আর এই পরিস্থিতিতেই এবার হোয়াইট হাউসের শীর্ষ কর্মকর্তারা ডোনাল্ড ট্রাম্পকে পরামর্শ দিয়েছেন যে, যেন তিনি আর প্রকাশ্যে এলন মাস্কের কোনও সমালোচনা না করেন। এছাড়াও পরিস্থিতি স্বাভাবিক করার জন্য ট্রাম্পের সহকারীরা এলন মাস্কের সঙ্গে এক ফোনালাপের সিদ্ধান্তও নিয়েছেন,যা আগামী শুক্রবার হতে পারে। হোয়াইট হাউসের এই পদক্ষেপের ফলে দুই পক্ষের মধ্যে চলতে থাকা উত্তেজনা বেশকিছুটা কমতে পারে বলে মনে করা হচ্ছে।
/anm-bengali/media/media_files/7JMq0tc8JRGynpQbvq49.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us