নিজস্ব সংবাদদাতা : গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ধনকুবের এলন মাস্কের মধ্যেকার বিবাদ যখন চরম আকার ধারণ করেছিল, ঠিক তখনই হঠাৎ করে আলোচনায় উঠে এসেছিল এক বিতর্কিত ব্যক্তি জেফরি এপস্টাইনের নাম। মাস্ক দাবি করেছিলেন, এপস্টাইনের মামলার কিছু নথি এখনও প্রকাশ করা হয়নি কারণ সেগুলিতে ট্রাম্পের নাম আছে। তবে পরে মাস্ক ওই পোস্টটি মুছে ফেলেন। তাহলে কি ধরে নেওয়া যেতে পারে যে ডোনাল্ড ট্রাম্পের সাথে খুব শীঘ্রই মাস্কের যাবতীয় বিবাদ মিটে যেতে চলেছে ? বিশেষজ্ঞদের মতে ঘটনা প্রবাহ কিছুটা সেইদিকেই এগিয়ে চলেছে। উল্লেখ্য,মাস্ক কিছুদিন আগেই ট্রাম্প প্রশাসনের "Department of Government Efficiency (DOGE)" থেকে পদত্যাগ করেছেন। সেই বিভাগের প্রধান হিসেবে কাজ করার সময়ে তার নিজস্ব ব্যবসায় ক্ষতি হচ্ছিল, তাই এখন তিনি নিজের ব্যবসার দিকেই বেশি মনোযোগ দিতে চান।
/anm-bengali/media/media_files/2025/06/05/jwT48D0HrOD0jmTdlX3g.jpg)