New Update
/anm-bengali/media/media_files/2025/03/15/Vdo93IQrCnIxLFB8TTae.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শহিদ পাইলট ম্যাক্সিম উস্তিমেঙ্কোকে দেশের সর্বোচ্চ বীরত্বসূচক সম্মান ‘হিরো অব ইউক্রেন’ উপাধি এবং ‘অর্ডার অব দ্য গোল্ডেন স্টার’ প্রদান করেছেন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2024/11/28/dqSJbAecpzs0mC3S59w4.jpeg)
সোমবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণে জেলেনস্কি বলেন, “ম্যাক্সিম উস্তিমেঙ্কো অ্যান্টি টেররিস্ট অপারেশন (ATO) থেকে যুদ্ধ করে আসছিলেন। তিনি চার ধরনের যুদ্ধবিমান পরিচালনায় দক্ষতা অর্জন করেছিলেন এবং ইউক্রেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছেন। এমন মানুষদের হারানো অত্যন্ত বেদনাদায়ক।”
ম্যাক্সিমের এই বীরত্বপূর্ণ অবদান ইউক্রেনীয় সেনাবাহিনীর সাহসিকতার প্রতীক হয়ে থাকবে বলে জানান প্রেসিডেন্ট।
Ask ChatGPT
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us