BBC আসলে একটি বামপন্থী প্রচার যন্ত্র যা দুর্ভাগ্যবশত ব্রিটিশ করদাতাদের ভর্তুকিতে চলে ! এবার BBC-কে কড়া বার্তা দিল হোয়াইট হাউস

কি বার্তা দিল হোয়াইট হাউস ?

author-image
Debjit Biswas
New Update
donald Trump

নিজস্ব সংবাদদাতা : এবার বিবিসি (BBC)-এর বিরুদ্ধে দায়ের করা মামলার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান স্পষ্ট করলেন হোয়াইট হাউস প্রেস সচিব ক্যারোলিন লেভিট (Karoline Leavitt)।

white house

তিনি বলেন,''আমি জানি প্রধানমন্ত্রী স্টারমারের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের খুব ভালো সম্পর্ক রয়েছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প সবসময়ই সেই সমস্ত নেতাদের সঙ্গেও খুব স্পষ্টভাষী অবস্থান গ্রহণ করেন যাদের সঙ্গে তাঁর ভালো সম্পর্ক রয়েছে। বিবিসি (BBC) একটি ন্যায্য সংবাদ সংস্থা কিনা, এই বিষয়ে দুই নেতার মধ্যে অবশ্যই কিছু মতপার্থক্য থাকবে। প্রেসিডেন্ট আগেই এটি পরিষ্কার করে দিয়েছেন যে বিবিসি (BBC) আসলে একটি বামপন্থী প্রচার যন্ত্র, যা দুর্ভাগ্যবশত ব্রিটিশ করদাতাদের ভর্তুকিতে চলে। গ্রেট ব্রিটেনের মহান জনগণের জন্য এই বিষয়টি অত্যন্ত দুর্ভাগ্যজনক।"