বড় ক্ষতির মুখে রাশিয়া ! ইউক্রেনের হামলায় ক্ষতিগ্রস্থ হয়েছে ২০ শতাংশ তেল শোধনাগার,দাবি করলো হোয়াইট হাউস

কি দাবি করলো হোয়াইট হাউস ?

author-image
Debjit Biswas
New Update
Zelenskyy Putin

নিজস্ব সংবাদদাতা : রাশিয়া-ইউক্রেন সংঘাতের মাঝেই এবার রাশিয়ার ক্ষয়ক্ষতি নিয়ে এক বড় দাবি করলো হোয়াট হাউস। ইউক্রেনের হামলায় ধ্বংস হয়ে গেছে রাশিয়ার ২০ শতাংশ তেল শোধনাগার,আজ এমনই তথ্য সামনে আনলো হোয়াইট হাউস। এই বিষয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন,''ইউক্রেনের হামলায় রাশিয়ার প্রায় ২০ শতাংশ তেল শোধনাগারই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।"

Putin

রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাশিয়ার তেল শোধনাগারে কিয়েভের এই হামলার মূল উদ্দেশ্য হলো রাশিয়ার অর্থনীতি এবং সামরিক বাহিনীর জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে দুর্বল করে দেওয়া। এখন দেখার বিষয় এটাই যে হোয়াইট হাউসের এই দাবির মধ্যেই ঠিক কতটা সত্যতা লুকিয়ে রয়েছে।