/anm-bengali/media/media_files/ycscWr8eRIUDYdqs46Pk.png)
নিজস্ব সংবাদদাতা: সদ্য ভারতে ৯ বছরের শাসনকাল পূর্ণ করেছে মোদী সরকার। এবার মার্কিন কংগ্রেসে বক্তব্য রাখার সময় নিজের শাসনকালে ভারতের ক্রমবর্ধমান উন্নয়নের বিষয়ে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
/anm-bengali/media/media_files/RWPsntIKGIIqSSbIU58G.png)
তিনি বলেছেন, "আমি যখন প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রী হিসাবে এসেছিলাম, তখন ভারত ছিল বিশ্বের দশম বৃহত্তম অর্থনীতি। আজ, ভারত পঞ্চম বৃহত্তম অর্থনীতি। ভারত শীঘ্রই তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে। আমরা কেবল বড়ই হচ্ছি না, আমরা ক্রমবর্ধমানও হচ্ছি। যখন ভারত বৃদ্ধি পায় তখন সমগ্র বিশ্ব বৃদ্ধি পায়। আজ আধুনিক ভারতে মহিলারা আমাদেরকে একটি উন্নত ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে৷ ভারতের দৃষ্টিভঙ্গি শুধুমাত্র উন্নয়ন নয় যা মহিলাদের উপকার করে, ভারত মহিলাদের নেতৃত্বাধীন উন্নয়নে বিশ্বাস করে। যেখানে মহিলারা অগ্রগতির যাত্রায় নেতৃত্ব দেয়৷ ভারত হল বিশ্বের সমস্ত ধর্মের আবাসস্থল এবং আমরা সমস্ত ধর্মকে উদযাপন করি৷ ভারতে বৈচিত্র্য একটি প্রাকৃতিক জীবনধারা। ফলে আজ গোটা বিশ্ব ভারত সম্বন্ধে জানতে চায়"।
#WATCH | "When I first visited the US as a PM, India was the 10th largest economy in the world. Today, India is the 5th largest economy. India will be the 3rd largest economy soon. We are not only growing bigger but we are also growing faster. When India grows the whole world… pic.twitter.com/saO9qgM7IA
— ANI (@ANI) June 22, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us