BREAKING: নামিবিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মান পেয়ে গর্বিত প্রধানমন্ত্রী ! কি বললেন তিনি ?

কি বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ?

author-image
Debjit Biswas
New Update
narendra modi awd1.jpg

নিজস্ব সংবাদদাতা : আজ নামিবিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন,''ওয়েলউইচিয়া মিরাবিলিস সম্মান পাওয়া আমার জন্য এক গর্বের ও সম্মানের বিষয়। আমি নামিবিয়ার প্রেসিডেন্ট, নামিবিয়ার সরকার এবং নামিবিয়ার জনগণের প্রতি হৃদয় থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি।” এরপর তিনি বলেন,''১৪০ কোটি ভারতবাসীর পক্ষ থেকে,এই সম্মান আমি বিনম্রভাবে গ্রহণ করছি।”

Modi