/anm-bengali/media/media_files/2025/05/01/bRi7JKnmvzW59GQBgHc8.jpg)
নিজস্ব সংবাদদাতা : আজ নিউ ইয়র্কের ওয়েস্ট পয়েন্ট সামরিক একাডেমিতে সমাবর্তনে বক্তৃতা দেবেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১,০০২ জন ক্যাডেট স্নাতক হতে চলেছেন, যাদের মধ্যে রয়েছেন ২৫২ জন মহিলা। শ্রেষ্ঠ ক্যাডেট হিসেবে নির্বাচিত হয়েছেন জোয়ানা কে. হাফহিল।
/anm-bengali/media/media_files/2025/03/07/jYT9jODkDlzUPjv8Y9I8.jpg)
তবে এবারের অনুষ্ঠানের মূল পটভূমিতে রয়েছে ট্রাম্পের DEI (Diversity, Equity, Inclusion) কর্মসূচির বিরুদ্ধে কড়া পদক্ষেপ। তার নির্দেশে সামরিক ও শিক্ষাপ্রতিষ্ঠানে বাতিল হয়েছে একাধিক সংখ্যালঘু ছাত্র সংগঠন, সরানো হয়েছে কিছু বই। ওয়েস্ট পয়েন্টেও বন্ধ হয়েছে 'সোসাইটি অফ ব্ল্যাক ইঞ্জিনিয়ার্স' ও 'ল্যাটিন কালচারাল ক্লাব'-এর মতো গ্রুপ।
এই সিদ্ধান্ত ঘিরে ক্যাম্পাসে অসন্তোষ ছড়িয়েছে। এক অধ্যাপক পদত্যাগ করেছেন, আজ হাডসন নদী সংলগ্ন এলাকায় বিক্ষোভ হওয়ার সম্ভাবনা রয়েছে। হোয়াইট হাউস বলছে, এসব পদক্ষেপে বাহিনী আরও কার্যকর হবে। তবে বিতর্ক থেকে যায়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us