মস্কোকে মাটির সঙ্গে মিশিয়ে দেব ! হঠাৎ করেই পুতিনকে বড়মাপের হুমকি দিলেন বেলজিয়ামের প্রতিরক্ষামন্ত্রী

পুতিনকে কড়া হুমকি।

author-image
Debjit Biswas
New Update
Putin

নিজস্ব সংবাদদাতা : এবার সরাসরি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কড়া হুঁশিয়ারি দিলেন বেলজিয়ামের প্রতিরক্ষামন্ত্রী ফ্রাঙ্কেন (Franken)। ন্যাটোর (NATO) 'হৃদয়' ব্রাসেলসে যদি রাশিয়া হামলা করে, তবে তার ফল মারাত্মক হবে বলে হুঁশিয়ারি দিলেন তিনি। আজ একটি সাক্ষাৎকারে তিনি কঠোর ভাষায় রাশিয়াকে আক্রমণ করেন।

তিনি বলেন,"যদি পুতিন ন্যাটোর কেন্দ্রস্থল ব্রাসেলসে কোনওরকম আঘাত করেন, তবে আমরা মস্কোকে মাটির সঙ্গে মিশিয়ে দেব (we will raze Moscow to the ground)।"

putin  a

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং ইউরোপে ন্যাটোর ভূমিকা নিয়ে উত্তেজনা যখন তুঙ্গে, ঠিক সেই সময়ে বেলজিয়ামের প্রতিরক্ষামন্ত্রীর এই ধরনের চরম হুঁশিয়ারি আন্তর্জাতিক মহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি করেছে।