'আমরা হিজাব বাধ্যতামূলক করবো'- এবার কি তবে ধর্ম নির্বিশেষে পড়তে হবে হিজাব?- নেতার বক্তব্যে শোরগোল

কি বললেন বাংলাদেশের নেতা?

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
c

File Picture

নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশকে সম্পূর্ণ মুসলিম রাষ্ট্রে কায়েম করার বিষয়ে অনেক নেতাই দাবি রাখছেন। সংখ্যালঘুদের ওপর অত্যাচার বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে এবার শোরগোল ফেলে দেওয়া বার্তা দিলেন বাংলাদেশের নেতা মাওলানা মামুনুল হক।

যেসব অভিযোগে ১১১০ দিন কারাগারে ছিলেন মামুনুল হক

তিনি বলেছেন, "আমি কখনোই আলকাতরা লাগানোর কথা বলিনি, তবে এটি স্পষ্ট যে একটি মুসলিম রাষ্ট্রে হিন্দুদের এই ধরনের পোশাক সম্পূর্ণ অগ্রহণযোগ্য। আমাদের সংস্কৃতি ও ধর্মের সুরক্ষা নিশ্চিত করতে শিগগিরই আমরা হিজাব বাধ্যতামূলক করবো। এখানে শুধুমাত্র ইসলামের আদর্শই টিকে থাকবে, এবং অন্য ধর্মের কোনো সাংস্কৃতিক আগ্রাসন বরদাস্ত করা হবে না"। তার এই বক্তব্যের পরেই প্রশ্ন উঠতে শুরু করেছে তবে কি এবার বাংলাদেশী ধর্ম নির্বিশেষে পড়তে হবে হিজাব? এই বক্তব্য সামনে আসতেই শোরগোল শুরু হয়েছে।