নিজস্ব সংবাদদাতা: আলাস্কার জাতীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্রের সুনামি সতর্কীকরণ সমন্বয়কারী ডেভ স্নাইডার দিলেন বিশেষ তথ্য। তিনি বলেন, আমচিতকা এবং আদাকের আলাস্কান সম্প্রদায়গুলিতে জোয়ারের স্তর থেকে এক ফুটেরও কম (৩০ সেন্টিমিটারের কম) ঢেউ লক্ষ্য করা গেছে।
/anm-bengali/media/post_attachments/huszuriar0c81-731713.jpg)