নিজস্ব সংবাদদাতা: ডিনিপ্রোতে রাশিয়ার হামলার কারণে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। রাশিয়ার গোলাগুলির কারণে ডিনিপ্রোতে আহতদের সংখ্যা বেড়ে ৫৩ হয়েছে।
/anm-bengali/media/media_files/JqBmJ9gYOuGjdgWFH7N8.jpg)
এদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান সের্হি লাইসাক এই বিষয়ে নিশ্চিত করেছেন।
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)