নিজস্ব সংবাদদাতা: রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধে এবার নৃশংসতার সম্মুখীন হল ৬ বছরের শিশু। খেরসনে শত্রুর গোলাগুলির ফলে একজন ৬ বছর বয়সী শিশু আহত হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের প্রধান, রোমান মরোচকো এই হামলার বিষয়ে জানিয়েছেন। হামলার ফলে আতঙ্ক বিরাজ করছে।
⚡️A 6-year-old child was injured in Kherson as a result of enemy shelling, –– the head of the Ministry of Education, Roman Mrochko reports.
Information about the rest of the victims is being clarified.