উপনিবেশবাদের যুগ শেষ ! ভারত ও চীনের পক্ষ নিয়ে ইউরোপকে কড়া বার্তা দিলেন পুতিন

কি বললেন ভ্লাদিমির পুতিন ?

author-image
Debjit Biswas
New Update
modi putin jingping .jpg

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের চাপের প্রভাবে ভারত ও চীনের ওপর আলাদা করে শুল্ক আরোপ করতে পারে ইউরোপ এমনি গুঞ্জন শোনা গিয়েছিল। আর এবার এই বিষয়কে কেন্দ্র করেই গর্জে উঠলেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভারত ও চীনের পক্ষ নিয়ে সরাসরি ইউরোপকে হুঁশিয়ারি দিলেন ভ্লাদিমির পুতিন। তিনি বলেন,''কিছু ইউরোপীয় দেশ এখনও মনে করে যে তারা উপনিবেশবাদী মানসিকতা নিয়ে বিশ্ব শাসন করতে পারে। তারা ভারত এবং চীনের মতো সার্বভৌম ও শক্তিশালী দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিচ্ছে, যা সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য। ওদের মনে রাখা দরকার যে উপনিবেশবাদের যুগ চলে গেছে।"

Putin