নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি (USAID) শীঘ্রই তার কর্মী সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমিয়ে, পররাষ্ট্র দপ্তরের সাথে একীভূত হতে যাচ্ছে। তবে, সংস্থাটি মানবিক সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবেই কার্যক্রম চালিয়ে যাবে। এই পদক্ষেপের বিষয়ে ট্রাম্প প্রশাসন শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে, আর এর সাথে তহবিল হ্রাসের পরিমাণ নিয়ে আলোচনা চলছে।
/anm-bengali/media/media_files/2025/01/26/4YdzuuWiXEo02d7yrofB.jpg)
এই সম্পর্কে তিনজন মার্কিন কর্মকর্তা জানান, প্রেসিডেন্ট ট্রাম্প পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে ইউএসএআইডির ভারপ্রাপ্ত প্রশাসক হিসেবে নিয়োগ করেছেন। রুবিও তার সফরের সময় সাংবাদিকদের জানান, তিনি সংস্থাটির দৈনন্দিন দায়িত্ব অন্য কাউকে দিয়েছেন, যদিও সেই ব্যক্তির নাম প্রকাশ করেননি।
/anm-bengali/media/media_files/2025/02/03/DEE2YPlBPlqkWst7L3Tg.jpg)
ইউএসএআইডি বর্তমানে বিশ্বের ১২০টি দেশে মানবিক সহায়তা, উন্নয়ন এবং নিরাপত্তা কর্মসূচি পরিচালনা করছে। তবে, ট্রাম্প প্রশাসন সংস্থাটির কার্যক্রমে পরিবর্তন আনার পরিকল্পনা করছে। এতে, রুবিও বলেন, মার্কিন জাতীয় স্বার্থকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং ইউএসএআইডির অতীত কার্যক্রমের সমালোচনা করেছেন।