বৃহস্পতিবারের মধ্যে শান্তিচুক্তি না হলে ভয়ঙ্কর হবে পরিণতি ! ইউক্রেনকে চরম সতর্কবার্তা আমেরিকার

ইউক্রেনকে কি চরম সতর্কবার্তা দিল আমেরিকা ?

author-image
Debjit Biswas
New Update
trump zelenskyy

নিজস্ব সংবাদদাতা : ইউক্রেন যুদ্ধ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবার ন্যাটোর মিত্র দেশগুলিকে এক মারাত্মক সতর্কতা জারি করলো। সম্প্রতি আমেরিকা জানিয়েছে যে যদি আগামী বৃহস্পতিবারের মধ্যে কিয়েভ শান্তি চুক্তিতে স্বাক্ষর না করে, তবে ইউক্রেনকে "আরও খারাপ পরিস্থিতির" সম্মুখীন হতে হবে।

zelenskyy

প্রেসিডেন্ট ট্রাম্প কর্তৃক তথাকথিত "শান্তি পরিকল্পনা" প্রচারের জন্য বিশেষ প্রতিনিধি হিসেবে নিযুক্ত মার্কিন সেনাপ্রধান (আর্মি সেক্রেটারি) ড্যান ড্রিসকল এই হুঁশিয়ারি দিয়েছেন বলে জানা গেছে। ওনার বক্তব্য অনুযায়ী, কিয়েভে প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে আলোচনার পর ন্যাটো মিত্রদের সঙ্গে বৈঠকে এই চরম বার্তা দেন ড্রিসকল। তিনি বলেন,"যদি কিয়েভ বৃহস্পতিবারের মধ্যে কোনো শান্তি চুক্তিতে স্বাক্ষর না করে, তবে ইউক্রেনকে অনেক খারাপ অবস্থার মোকাবিলা করতে হবে।"