নিজস্ব সংবাদদাতা : আমেরিকা ও ইরানের মধ্যে ষষ্ঠ দফার পারমাণবিক আলোচনা অনুষ্ঠিত হওয়ার আগেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমশ তীব্রতর হচ্ছে। আজ ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদে আমেরিকাকে হুঁশিয়ারি দিয়ে বলেন, “কোনও কারণে এই আলোচনা ভেস্তে গেলে এবং পরবর্তীতে কোনও সংঘর্ষ শুরু হলে, আমাদের পাল্টা আঘাতে সমস্ত মার্কিন ঘাঁটিই আমাদের লক্ষ্যবস্তুতে পরিণত হবে। আমরা সাহসের সঙ্গে এই হামলা চালাব।" এদিকে,মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে বলেছেন, “আমি এখন আগের চেয়ে অনেক কম আশাবাদী যে ইরান নিজেদের ইউরেনিয়াম ভান্ডার সমৃদ্ধকরণ বন্ধে রাজি হবে।” যদি ইরান নতুন পারমাণবিক চুক্তিতে সম্মত না হয় তাহলে তিনিও সামরিক পদক্ষেপ নিতে পারেন বলেই জানিয়েছেন ট্রাম্প।
/anm-bengali/media/media_files/2025/05/14/Cpqf2zucfsmk3M4JGbfZ.jpg)