New Update
/anm-bengali/media/media_files/2025/04/23/Id2Mcz7nko0mqEslrWjK.jpg)
নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক ও কিছু পরিমান জরিমানা আরোপ করার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এবার এই বিষয়েই নিজের মতামত জানালেন মার্কিন বাণিজ্য দপ্তরের প্রাক্তন সহকারী সচিব জে ভিকারী। তিনি বলেন,''রাশিয়া যখন ইউক্রেনে আগ্রাসন চালায়, তখন নিজেদের সাম্রাজ্যবাদী লক্ষ্য বজায় রাখতে ভারতের মতো দেশগুলিকে কম দামে তেল সরবরাহ শুরু করে, যাতে তাদের রাজস্ব প্রবাহ অব্যাহত থাকে। চীনও এর অন্যতম বড় উপভোক্তা।”
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/02/donald-trump-2025-07-02-21-53-42.jpeg)
এরপর তিনি ভারতকে সতর্ক করে বলেন,''ভারতের উচিত বিকল্প জ্বালানি উৎস খোঁজা। আমি মনে করি, একটি মহান গণতন্ত্র হিসেবে ভারতের নেতৃত্বের ভূমিকা নিয়ে এখন পুনর্বিবেচনার প্রয়োজন। দীর্ঘমেয়াদে ভারতের স্বার্থ কোথায়, তা ভারতকেই ঠিক করতে হবে।”
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us