BREAKING: ইরানে যাবেন না ! এবার মার্কিন নাগরিকদের জন্য জারি হল নতুন সতর্কবার্তা

কি কারণে এই সতর্কবার্তা ?

author-image
Debjit Biswas
New Update
trump

নিজস্ব সংবাদদাতা : এবার ইরান ভ্রমণের ঝুঁকি নিয়ে মার্কিন নাগরিকদের জন্য নতুন করে হুঁশিয়ারি জারি করলো মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট। আজ এই বিষয়ে একটি প্রেস ব্রিফিংয়ে, মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুস জানিয়েছেন,''এই মুহূর্তে ইরানে ভ্রমণ করা মার্কিন নাগরিকদের জন্য অত্যন্ত বিপজ্জনক, বিশেষ করে যারা ইরানী বংশোদ্ভূত তাদের জন্য।'' এরপর তিনি বলেন,''ইরান সরকার দ্বৈত নাগরিকত্বের স্বীকৃতি দেয় না এবং কোনও মার্কিন নাগরিক গ্রেপ্তার হলে তাদের কনস্যুলার সহায়তা দিতেও অস্বীকার করে।” তিনি আরও জানান যে,''ইরানে বোমা হামলা হয়তো এখন থেমে আছে, কিন্তু এর মানে এই নয় যে ইরানে ভ্রমণ করা এখন নিরাপদ। এটি এখনও বিপজ্জনক।”

Trump