/anm-bengali/media/media_files/2025/05/01/bRi7JKnmvzW59GQBgHc8.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ফিলিপাইনের সঙ্গে একটি নতুন বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়েছে, যার আওতায় দেশটি যুক্তরাষ্ট্রের জন্য "ওপেন মার্কেট" হয়ে উঠছে।
ট্রাম্প তাঁর নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম Truth Social-এ এক পোস্টে বলেন, "আমরা আমাদের বাণিজ্য চুক্তি সম্পন্ন করেছি, যার মাধ্যমে ফিলিপাইন যুক্তরাষ্ট্রের সঙ্গে উন্মুক্ত বাজারনীতি গ্রহণ করেছে।"
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/05/13/3wLtysUGVkwKSV48NDOz.jpg)
চুক্তি অনুযায়ী, ১৯ শতাংশ শুল্কহার নির্ধারণ করা হয়েছে, যদিও এর বিস্তারিত শর্তাবলি এখনও প্রকাশ পায়নি।
এই ঘোষণা তিনি দিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মারকোস জুনিয়রকে হোয়াইট হাউসে স্বাগত জানানোর পর। বিশ্লেষকরা বলছেন, এ ধরনের চুক্তি দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর করবে, তবে ১৯% শুল্ক নিয়ে আলোচনা ও সমালোচনার সম্ভাবনাও তৈরি হয়েছে।
#UPDATE "We concluded our Trade Deal, whereby The Philippines is going OPEN MARKET with the United States," US President Donald Trump said on his Truth Social platform after welcoming counterpart Ferdinand Marcos to the White House.
— AFP News Agency (@AFP) July 22, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us