New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা: পেন্টাগনের বরাতে জানানো হয়েছে, সাম্প্রতিক মার্কিন সামরিক হামলাগুলোর ফলে ইরানের পারমাণবিক কর্মসূচি প্রায় দুই বছর পিছিয়ে পড়েছে।
এই হামলাগুলোর মাধ্যমে ইরানের পারমাণবিক অবকাঠামো ও গবেষণা কার্যক্রমে বড় ধরনের বিঘ্ন ঘটানো হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা বিভাগ। বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়াতে পারে, যদিও ওয়াশিংটনের বক্তব্য—এটি একটি প্রতিরোধমূলক ব্যবস্থা।
#BREAKING US strikes set back Iran nuclear program by up to two years: Pentagon pic.twitter.com/0kLZa4za6x
— AFP News Agency (@AFP) July 2, 2025