পরমাণু আলোচনা নিয়ে ইরানকে কড়া বার্তা আমেরিকার, সামরিক ঘাঁটি খোলার আহ্বান

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে মুখ খুললেন মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন, যদি ইরান সত্যিই শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরমাণু শক্তি ব্যবহার করে, তাহলে সামরিক ঘাঁটি-সহ সব স্থাপনায় পরিদর্শনের অনুমতি দিতে ভয় পাওয়ার কিছু নেই।

author-image
Debapriya Sarkar
আপডেট করা হয়েছে
New Update

নিজস্ব সংবাদদাতা : পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে নতুন চুক্তি হতে পারে— এমন জল্পনার মাঝেই মুখ খুললেন আমেরিকার বিদেশমন্ত্রী মার্কো রুবিও। সম্প্রতি তিনি বলেন, "ইরান যদি সত্যিই বলে যে তারা পরমাণু অস্ত্র বানাতে চায় না, তাহলে তাদের কোনো ভয় না পেয়ে সব ঘাঁটি পরিদর্শকদের জন্য খুলে দেওয়া উচিত, এমনকি সামরিক ঘাঁটিও।"

publive-image

রুবিওর কথায়, "যদি পরমাণু শক্তি কেবল শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহার করতে চায় ইরান, তাহলে গোপন কিছু থাকার কথা নয়। তাহলে পরিদর্শক এলেই ভয় কিসের?" তিনি আরও জানান, ইরান যদি ইউরেনিয়াম সমৃদ্ধ না করে, তাহলে আমেরিকা তাদের পরমাণু বিদ্যুৎ তৈরির জন্য ইউরেনিয়াম আমদানি করতে দেবে।

marcorubio

এদিকে, ইরান ও আমেরিকার মধ্যে পরবর্তী দফার পরমাণু আলোচনা আপাতত পিছিয়ে গেছে। ইরানের বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, কিছু কারিগরি ও লজিস্টিক কারণে আলোচনা এই মাসের শেষ দিকে হবে।