চীনকে নিশানা করতেই পাকিস্তানকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প ! ভয়ঙ্কর দাবি করলেন মার্কিন অধ্যাপক

কি দাবি করলেন মার্কিন অধ্যাপক ?

author-image
Debjit Biswas
New Update
pakistan-prime-minister-shehbaz-sharif--and-us-president-elect-donald-trump-095140480-16x9

নিজস্ব সংবাদদাতা : চীনকে নিশানা করতেই পাকিস্তানকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প,এবার ঠিক এমনই এক ভয়ঙ্কর দাবি করলেন শিকাগো বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক পল পোস্ট। তিনি দাবি করেন যে,ট্রাম্প প্রশাসন অত্যন্ত স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছে যে, সামরিক বিষয়গুলিও সরকার পরিচালনার একটি কেন্দ্রীয় অংশ। তাই প্রতিরক্ষা বিভাগের নাম পরিবর্তন করে 'ডিপার্টমেন্ট অফ ওয়ার' (Department of War) করার মাধ্যমেও ট্রাম্প প্রশাসন এটি খুব স্পষ্ট করে দিয়েছে যে, সামরিক বিষয়গুলিও সরকারের কাজের কেন্দ্রবিন্দু।

donald trump

তিনি বলেন,''সম্প্রতি বাগরাম বিমানবন্দরে মার্কিন ঘাঁটি স্থাপন করার বিষয়ে আগ্রহ দেখিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আসলে বাগরাম আমেরিকাকে চীনের কাছাকাছি নিয়ে আসবে। আর ঠিক এই কারণেই তিনি পাকিস্তানকে বর্তমানে বাড়তি গুরুত্ব দিচ্ছেন। সম্প্রতি ইরানে যে 'মিডনাইট হ্যামার'  অপারেশন হয়েছিল, তা এই ধরনের অ্যাক্সেসের মাধ্যমেই সম্ভব হয়েছিল। অন্য দেশে মার্কিন ঘাঁটি এবং মার্কিন কর্মীদের উপস্থিতি থাকলে এই ধরণের আক্রমণ করা সহজ হয়ে ওঠে।''