ইসরায়েলি পণবন্দিদের হোয়াইট হাউসে সম্মান জানালেন ট্রাম্প ! সম্মানের প্রতীক হিসেবে দেওয়া হল প্রেসিডেন্ট চ্যালেঞ্জ কয়েন

কেন দেওয়া হল এই সম্মান ?

author-image
Debjit Biswas
New Update
trump

নিজস্ব সংবাদদাতা : আজ ইসরায়েলি পণবন্দিদের হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে পণবন্দিদের মুক্তি ও সাহসিকতার স্বীকৃতি হিসেবে তিনি তাঁদের হাতে প্রেসিডেন্সিয়াল চ্যালেঞ্জ কয়েন (Presidential Challenge Coins) তুলে দেন।

প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউসের ইস্ট রুমে (East Room) এক অনুষ্ঠানে এই সম্মানিত কয়েনগুলি তুলে দেন। এই কয়েনগুলি সাধারণত প্রেসিডেন্ট বা সামরিক বাহিনীর পক্ষ থেকে বিশেষ সাহস বা সাফল্যের প্রতীক হিসেবে দেওয়া হয়।

soudi crown prince

এই অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েল এবং পণবন্দিদের পরিবারের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের দৃঢ় সংহতি এবং সমর্থন পুনর্ব্যক্ত করেন। ট্রাম্প বলেন, এই কয়েন তাঁদের অদম্য মনোবল এবং কঠিন পরিস্থিতির মোকাবিলা করার সাহসকে শ্রদ্ধা জানানোর প্রতীক।