রাশিয়ার তেল কিনছে ভারত-চীন? জি৭ বৈঠকে এবার কঠোর পদক্ষেপ ট্রাম্পের

ভারত ও চীনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আহ্বান জানাল আমেরিকা।

author-image
Tamalika Chakraborty
New Update
donald trump

নিজস্ব সংবাদদাতা: রাশিয়ার তেল কেনা দেশগুলোর ওপর শুল্ক আরোপ করতে জি-৭ অংশীদারদের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। সরাসরি নাম করে ভারত ও চীনকে ‘রাশিয়ার যুদ্ধযন্ত্রের প্রধান চালক’ হিসেবে উল্লেখ করেছে ওয়াশিংটন।

শুক্রবার জি-৭ ভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রীদের সঙ্গে বৈঠকে এই দাবি তোলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ও বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার। তারা বলেন, যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই রুশ তেলের ওপর শুল্ক বসিয়েছে, এখন বাকি মিত্ররাও একই পদক্ষেপ নিলে রাশিয়ার অর্থনৈতিক শক্তি ভেঙে দেওয়া সম্ভব হবে।

বেসেন্ট ও গ্রিয়ার এক যৌথ বিবৃতিতে বলেন, “শুধু ঐক্যবদ্ধভাবে রাশিয়ার আয়ের উৎস বন্ধ করলেই পুতিনের যুদ্ধযন্ত্রকে থামানো যাবে। তবেই নিরীহ মানুষের প্রাণহানি বন্ধ হবে।”

donald trump

বিশ্লেষকদের মতে, আমেরিকার এই চাপ ভারত ও চীনের জন্য বড় কূটনৈতিক পরীক্ষায় পরিণত হতে পারে। একদিকে পশ্চিমা দেশগুলোর চাপ, অন্যদিকে সস্তায় তেল কেনার অর্থনৈতিক সুবিধা—দুইয়ের মাঝে দাঁড়িয়ে এখন নয়াদিল্লি ও বেইজিং কোন পথে হাঁটবে, তা নিয়েই তৈরি হয়েছে জল্পনা।