/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা : অপারেশন সিন্দুর শুরুর পর ভারতের শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রেখেছে মার্কিন প্রশাসন। সূত্রের খবর, ৯ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এর আগেই ৮ মে এবং পরদিন ১০ মে, দু'বার ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে কথা বলেন মার্কিন সেক্রেটারি মার্কো রুবিও। একই দিনে তিনি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গেও আলোচনা করেন।
/anm-bengali/media/media_files/2025/04/19/qk2TGo1of9UJwAtYovuM.jpg)
তবে এইসব কথোপকথনে কোনও বাণিজ্যসংক্রান্ত আলোচনা হয়নি বলে জানিয়েছে সরকারি সূত্র। মূলত কৌশলগত পরিস্থিতি ও নিরাপত্তাজনিত বিষয়ে এই আলোচনাগুলি হয়েছে বলে মনে করা হচ্ছে। অপারেশন সিন্দুর শুরু হওয়ার পর থেকেই আন্তর্জাতিক মহলের নজর রয়েছে ভারতের দিকেই।
After Operation Sindoor commenced, VP JD Vance spoke to the PM on May 9. Secretary Rubio spoke to EAM on 8 May and 10 May and to NSA on 10 May. There was no reference to trade in any of these discussions: Sources pic.twitter.com/sYSAIj3HDR
— ANI (@ANI) May 12, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us