/anm-bengali/media/media_files/7JMq0tc8JRGynpQbvq49.jpg)
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্র আবারও ভয়াবহ সরকারী অচলাবস্থার দিকে এগোচ্ছে। মঙ্গলবার রাতে সিনেট একটি অস্থায়ী বাজেট বিল (স্টপগ্যাপ ফান্ডিং বিল) অনুমোদন করতে ব্যর্থ হয়। ভোটের ফলে ৫৫-৪৫ ব্যবধানে বিলটি পাস হয়নি, আর এর ফলে বুধবার রাত ১২টা ১ মিনিট থেকে কার্যত বন্ধ হয়ে যেতে পারে ফেডারেল সরকার।
এখন দেশজুড়ে সরকারি দপ্তরগুলো প্রস্তুতি নিচ্ছে “অপ্রয়োজনীয়” সব সেবা স্থগিত করার। এর প্রভাব পড়বে বিমান চলাচল নিয়ন্ত্রণ থেকে শুরু করে অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশ, গবেষণাগার, এমনকি ক্ষুদ্র ব্যবসার ঋণ প্রদানের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে।
এমন পরিস্থিতির মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও চাপ বাড়িয়ে বলেছেন, সরকারি কর্মীদের নতুন করে ছাঁটাই হতে পারে। এতে লাখ লাখ সরকারি কর্মচারীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/05/14/Cpqf2zucfsmk3M4JGbfZ.jpg)
হাউস অফ রিপ্রেজেন্টেটিভস বর্তমানে অধিবেশনে নেই, আর রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে সমঝোতার কোনো ইঙ্গিতও নেই। ফলে শেষ মুহূর্তে সমাধানের আশা প্রায় নেই বললেই চলে। যদিও সিনেট রিপাবলিকান নেতা জন থুন জানিয়েছেন, সপ্তাহের পরে আবার নতুন করে চেষ্টা করা হতে পারে, তবে আপাতত এই অচলাবস্থা ভাঙার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us