ভারত-পানামা সম্পর্ক নিয়ে আশাবাদী পানামার প্রেসিডেন্ট

আশাবাদী মার্কিন জ্বালানি সচিব।

author-image
Aniket
New Update
Screenshot 2025-09-24 10.30.17 PM

File Picture

নিজস্ব সংবাদদাতা: নিউ ইয়র্কে ভারত-পানামা সম্পর্ক প্রসঙ্গে বক্তব্য রাখলেন পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো। তিনি বলেন, “পানামার জন্য ভারত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ। বর্তমানে দুই দেশের সম্পর্ক অত্যন্ত সুদৃঢ় অবস্থানে রয়েছে। ভারত আমাদের জন্য একটি কৌশলগত অংশীদার।”

মুলিনো আরও জানান, প্রযুক্তি, চিকিৎসা, উৎপাদনসহ নানা খাতে ভারতের বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা নিয়ে তথ্য আদান-প্রদান চলছে। তাঁর মতে, এই সহযোগিতা ভবিষ্যতে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করে তুলবে।