খুনের মামলায় ভারতে পলাতক যুবককে মার্কিন সীমান্ত থেকে গ্রেফতার ! জারি ছিল ইন্টারপোল রেড নোটিস

কেন করা হল গ্রেফতার ?

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : খুনের মামলায় ভারতে মোস্ট ওয়ান্টেড ২২ বছর বয়সী এক ভারতীয় যুবককে মার্কিন যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত থেকে গ্রেফতার করেছে আমেরিকার সীমান্ত কর্তৃপক্ষ। জানা গেছে, ওই যুবক অবৈধভাবে আমেরিকায় প্রবেশ করেছিলেন এবং কানাডায় পালানোর চেষ্টা করছিলেন।

মার্কিন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (CBP) অফিসাররা গত ১৬ নভেম্বর নিউ ইয়র্কের বাফেলো শহরের পিস ব্রিজ (Peace Bridge) সীমান্ত ক্রসিং থেকে ওই যুবককে গ্রেফতার করেন। গ্রেফতার হওয়া ওই যুবকের নাম বিশাৎ কুমার।

Hooghly Murder
ফাইল চিত্র

মার্কিন কর্তৃপক্ষ জানায়, বিশাৎ কুমার জাল নাম ও জন্মতারিখ ব্যবহার করে কানাডায় প্রবেশের চেষ্টা করছিল। কিন্তু কানাডা কর্তৃপক্ষ তাকে প্রবেশে বাধা দেয়। এরপরই দ্বিতীয়বার তল্লাশির সময় বায়োমেট্রিক প্রযুক্তির মাধ্যমে তার আসল পরিচয় নিশ্চিত করা হয়।

তদন্তে জানা যায়, ভারতে একটি খুনের অভিযোগে বিশাৎ কুমারের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিস জারি করা আছে। এর আগে অবৈধভাবে আমেরিকায় প্রবেশ করে সে আশ্রয় গ্রহণের জন্য আবেদন করেছিল।

বিশাৎ কুমারকে বর্তমানে নিউ ইয়র্কের বাটাভিয়ার ফেডারেল ডিটেনশন ফ্যাসিলিটিতে আটক রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে ভারতে প্রত্যর্পণের ব্যবস্থা করা হচ্ছে।