ক্লান্তি, চাপ, বেতনহীনতা— মার্কিন পাইলটদের সতর্কতা: “দুর্যোগ আসতে পারে!”

আমেরিকায় প্রশাসনিক জটে টানা ৩১ দিন ধরে বেতন পাচ্ছেন না ১৩,000 এয়ার ট্রাফিক কন্ট্রোলার। প্রতিদিন ৫০ হাজার উড়ান নিয়ন্ত্রণ করতে গিয়ে চরম ক্লান্তি ও চাপের মুখে তাঁরা।

author-image
Tamalika Chakraborty
New Update
Flight

নিজস্ব সংবাদদাতা: আমেরিকায় কেন্দ্রীয় প্রশাসনিক অচলাবস্থার জেরে চরম সংকটে বিমান পরিষেবা। প্রায় ১৩ হাজার এয়ার ট্রাফিক কন্ট্রোলার টানা এক মাস ধরে কোনও বেতন ছাড়াই কাজ করছেন। এর মধ্যেই তাঁদের কাঁধে চাপছে প্রতিদিন দেশের আকাশে প্রায় ৫০ হাজার ফ্লাইটের নিরাপত্তার দায়িত্ব। ক্রমাগত চাপ, অনিদ্রা ও ক্লান্তি— পরিস্থিতি বিপজ্জনক পর্যায়ে পৌঁছে গিয়েছে বলেই সতর্ক করল FAA (ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন)।

শুক্রবার এক বিবৃতিতে FAA জানিয়েছে, “৩১ দিন ধরে বেতন পাচ্ছেন না এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা। তবু প্রতিদিন ৫০ হাজারেরও বেশি ফ্লাইট নিরাপদে পরিচালনার কাজ করছেন। ভয়ংকর চাপ ও অবসাদে তাঁরা বিপর্যস্ত। অবিলম্বে এই শাটডাউন শেষ হওয়া জরুরি।”

Flight

ইতিমধ্যেই আমেরিকার একাধিক বড় বিমানবন্দরে ভ্রমণযাত্রীরা ব্যাপক সমস্যায় পড়ছেন। নিউ ইয়র্ক, বোস্টন, ডালাস, ফিনিক্স, সান ফ্রান্সিসকো এবং ওয়াশিংটন ডিসি-র মতো ব্যস্ততম এয়ারপোর্টে দেরি ও বিশৃঙ্খলা বাড়ছে। স্টাফ কম থাকায় উড়ান নির্ধারিত সময়ের পর ছাড়ছে, কোথাও আবার টার্মিনালে যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন বেতন না পাওয়া ও মানসিক চাপে থাকার ফলে নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে পারে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে এর ভয়াবহ প্রভাব পড়তে পারে মার্কিন বিমান পরিবহণ ব্যবস্থায়।