চীন-ভারত সীমান্তবিতর্কে আলোচনার তাগিদ

অরুণাচলপ্রদেশের মহিলার ট্রানজিট ইস্যুতে শান্ত ও বাস্তবসম্মত সমাধানের পরামর্শ বিশেষজ্ঞের।

author-image
Aniket
New Update
Screenshot 2025-11-25 9.29.32 PM

নিজস্ব সংবাদদাতা: অরুণাচলপ্রদেশের এক মহিলার চীনে ট্রানজিট আটকানো নিয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্য প্রসঙ্গে জেএনইউ-র চীনা বিষয়ক বিশেষজ্ঞ প্রফেসর শ্রীকান্ত কণ্ডাপল্লি বলেন, এ ঘটনায় ভারত অপেক্ষাকৃত নীরব থাকলেও চীন আগের অবস্থান উপেক্ষা করে বেশি প্রতিক্রিয়া দিচ্ছে।

তিনি জানান, সীমান্তবিতর্ক দ্রুত নিষ্পত্তির জন্য আলোচনায় গতি আনা প্রয়োজন। পাশাপাশি, বিরোধ যাই থাকুক, সাধারণ মানুষের চলাচল ও ট্রানজিটে যেন কোনো অসুবিধা না হয়, তা নিশ্চিত করা দুই দেশেরই দায়িত্ব।