/anm-bengali/media/media_files/2025/08/13/screenshot-2025-08-13-95-pm-2025-08-13-21-21-36.png)
নিজস্ব সংবাদদাতা: বিদিশা ও রাইসেন জেলার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান। মঙ্গলবার এক জনসভায় তিনি জানান, "আজকের তিরঙ্গা যাত্রা ও স্বদেশী মার্চে যে সমর্থন আপনারা দিয়েছেন, তা সত্যিই অনন্য এবং অভূতপূর্ব।"
মন্ত্রী জানান, কৃষকেরা ট্র্যাক্টর নিয়ে, যুবকেরা মোটরসাইকেল নিয়ে এবং বিভিন্ন জেলা থেকে অসংখ্য মানুষ এসে এই কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করেছেন। গ্রাম থেকে গ্রামে মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে তিনি ‘উল্লেখযোগ্য ও স্মরণীয়’ বলে অভিহিত করেন।
/anm-bengali/media/post_attachments/2e1685c4-6d7.png)
চৌহান আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশীয় পণ্যের ব্যবহার বাড়ানোর জন্য সবার কাছে আহ্বান জানিয়েছেন। "আমাদের জীবনে দেশেই তৈরি পণ্য ব্যবহার করলে দেশের গরিব মানুষ, শিল্পী, স্বনির্ভর গোষ্ঠী এবং ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান (MSME) শক্তিশালী হবে,"— মন্তব্য করেন তিনি।
সভায় বক্তৃতার সময় শিবরাজ সিং চৌহান এও বলেন, এই ধরনের উদ্যোগ শুধু দেশপ্রেম জাগ্রত করে না, বরং অর্থনৈতিকভাবে দেশকে স্বনির্ভর করে তুলতে সহায়ক হয়।
#WATCH | Raisen, Madhya Pradesh: Union Minister Shivraj Singh Chouhan says, "I am heartily grateful to the people of Vidisha and Raisen districts. The support they have given to the Tiranga Yatra and Swadeshi March today is wonderful and unprecedented... Farmers came with… pic.twitter.com/2Ex6WgpU5R
— ANI (@ANI) August 13, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us