নজিরবিহীন সামরিক সাফল্য ! এক রাতেই ২৪টি 'শাহেদ' ড্রোন ভূপাতিত করে রেকর্ড গড়লেন ইউক্রেনীয় সেনা 'মিগুয়েল'

নতুন নজির গড়লেন এক সেনা সদস্য।

author-image
Debjit Biswas
New Update
Putin

নিজস্ব সংবাদদাতা : ইউক্রেনের আকাশ প্রতিরক্ষার ক্ষেত্রে এক অসাধারণ নজির গড়লেন একজন সেনা সদস্য। রুশ বাহিনীর ছোড়া ইরানের তৈরি ২৪টি 'শাহেদ' (Shahed) কামিকাজে ড্রোন এক রাতের মধ্যেই ভূপাতিত করেছেন তিনি। এই অসামান্য সাফল্যের মাধ্যমে তিনি ইউক্রেনের ইতিহাসে একজন অপারেটরের দ্বারা এক রাতে সবচেয়ে বেশি ড্রোন ধ্বংসের নতুন রেকর্ড গড়েছেন।

Drone

ইউক্রেনের আকাশ প্রতিরক্ষার ক্ষেত্রে এক অসাধারণ নজির গড়লেন একজন সেনা সদস্য। রুশ বাহিনীর ছোড়া ইরানের তৈরি ২৪টি 'শাহেদ' (Shahed) কামিকাজে ড্রোন এক রাতের মধ্যেই ভূপাতিত করেছেন তিনি। এই অসামান্য সাফল্যের মাধ্যমে তিনি ইউক্রেনের ইতিহাসে একজন অপারেটরের দ্বারা এক রাতে সবচেয়ে বেশি ড্রোন ধ্বংসের নতুন রেকর্ড গড়েছেন।