রাশিয়ার সঙ্গে বড়সড় বন্দি–বিনিময়ে ফিরছেন ১,২০০ ইউক্রেনীয়? আলোচনায় নতুন আশার আলো

ইউক্রেন–রাশিয়া বন্দি বিনিময় আলোচনায় নতুন গতি। ইস্তানবুল চুক্তি পুনরায় সক্রিয়, রাশিয়ার বন্দিশিবির থেকে ফিরতে পারেন ১,২০০ ইউক্রেনীয়। জেলেনস্কির বড় ঘোষণা।

author-image
Tamalika Chakraborty
New Update
Putin

নিজস্ব সংবাদদাতা:  রাশিয়ার ক্যাম্পে আটক থাকা প্রায় ১,২০০ ইউক্রেনীয়কে দেশে ফেরাতে বড়সড় বন্দি–বিনিময় চুক্তির পথে এগোচ্ছে কিয়েভ। রবিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, যুদ্ধ থামানোর আলোচনাকে আবার শুরু করার চেষ্টা চলছে, এবং বন্দি–বিনিময় প্রক্রিয়া ফের সক্রিয় করার জন্য নানা স্তরে কথাবার্তা চলছে।

জেলেনস্কি বলেন, “যুদ্ধ শেষ করার জন্য আলোচনার পথ খুলতে আমরা কাজ করছি। বন্দি বিনিময় পুনরায় শুরু হোক, সেই চেষ্টায় বহু বৈঠক ও ফোনালাপ এখন চলছে।”

এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত। Politico–র প্রতিবেদনে জানানো হয়েছে, ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের সচিব রুস্তেম উমেরভ টেলিগ্রামে লিখেছেন যে তিনি তুরস্ক ও ইউএই–র মধ্যস্থতায় আলোচনা করেছেন বন্দি বিনিময় পুনরায় শুরু করার জন্য।

ukraine president.jpg

উমেরভ জানিয়েছেন, আলোচনা ইতিবাচক হয়েছে এবং সব পক্ষ মিলে ২০২২ সালের ইস্তানবুল চুক্তিকে আবার সক্রিয় করতে রাজি হয়েছে। এই চুক্তি অনুযায়ী, রাশিয়ার হাতে আটক প্রায় ১,২০০ ইউক্রেনীয় নাগরিককে মুক্তি দেওয়ার পথ খুলছে।

তুরস্কের মধ্যস্থতায় ২০২২ সালে গৃহীত ইস্তানবুল চুক্তিতে রাশিয়া–ইউক্রেন যুদ্ধের সময় বড় পরিসরে বন্দি বিনিময়ের নিয়ম তৈরি হয়েছিল। দীর্ঘদিন বন্ধ থাকার পর আবার সেই চুক্তিই উদ্ধারকারীর ভূমিকা নিতে পারে বলে আশাবাদ প্রকাশ করেছেন ইউক্রেনীয় কর্তারা।

এতে যুদ্ধপীড়িত পরিবারগুলির মধ্যে নতুন আশার আলো দেখা দিয়েছে।