New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা : এবার রাশিয়ার ভোরোনেজ অঞ্চলের বোরিসগ্লেবস্ক বিমানঘাঁটিতে এক বড়মাপের হামলা চালানোর দাবি করলো ইউক্রেনের সেনাবাহিনী। এই বিমানঘাঁটিকেই, রাশিয়ার Су-34, Су-35S এবং Су-30SM-এর মতো কিছু যুদ্ধবিমানের মূল ঘাঁটি বলা হয়। আজ এই বিষয়ে ইউক্রেনের জেনারেল স্টাফ নিজের ফেসবুকে লিখেছেন, ''এই হামলায় একটি গ্লাইড বোমার গুদাম, একটি প্রশিক্ষণ বিমান এবং সম্ভবত আরও কিছু বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে।'' যদিও রাশিয়ার পক্ষ থেকে এই নিয়ে তৎক্ষণাৎ কোনও মন্তব্য করা হয়নি। তবে ইউক্রেনের এই হামলার পরে, রাশিয়া আরও বড় কিছুর পরিকল্পনা অবশ্যই করবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। এই হামলার পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের উত্তেজনা আরও অনেকটাই বেড়ে যাবে।