/anm-bengali/media/media_files/pAiO5UQ0oWDuZGvBCrZs.jpg)
নিজস্ব সংবাদদাতা: ইথিওপিয়ায় প্রায় ১০ হাজার বছর পর ভয়াবহ আগ্নেয়গিরির অগ্নুৎপাত—তার জেরে সোমবার আন্তর্জাতিক উড়ান পরিষেবায় বড়সড় চাঞ্চল্য। কন্নুর থেকে আবুধাবি যাওয়ার পথে ইন্ডিগোর ফ্লাইট 6E 1433 হঠাৎই রুট বদলে জরুরি ভিত্তিতে অহমেদাবাদে নামতে বাধ্য হয়। যাত্রীদের নিয়ে এয়ারবাসটি নিরাপদে অবতরণ করে। পরে যাত্রীদের ফিরিয়ে আনতে কন্নুরগামী বিশেষ ফ্লাইটের ব্যবস্থাও করে সংস্থা।
বিজ্ঞানীরা জানাচ্ছেন, ইথিওপিয়ার হাইলি গু’ব্বি আগ্নেয়গিরির এই বিস্ফোরণ অঞ্চলটির ইতিহাসে অন্যতম বিরল ঘটনা। আগ্নেয়ছাইয়ের বিশাল মেঘ উত্তর ভারতের দিকেও ছড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে, যা আন্তর্জাতিক বহু রুটের জন্য বিপজ্জনক।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/11/24/indigo-2025-11-24-19-36-25.png)
ভারতের বেসামরিক বিমান চলাচল দফতর নজর রাখছে রাজধানী দিল্লি, জয়পুর সহ উত্তর ভারতের আকাশসীমায় সম্ভাব্য প্রভাবের উপর। কিছু এয়ারলাইন্স ইতিমধ্যেই রুট পরিবর্তন শুরু করেছে যাতে আগ্নেয়ছাইয়ের মেঘ এড়ানো যায়। আকাসা এয়ার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, তারা আন্তর্জাতিক প্রোটোকল মেনে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং যাত্রী সুরক্ষাই তাদের প্রথম অগ্রাধিকার।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us