Burkina Faso: জঙ্গি হামলা, নিহত ৪৪

উত্তর বুরকিনা ফাসোর (Burkina Faso) দুটি গ্রামে পৃথক দুটি হামলায় কমপক্ষে ৪৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। বুরকিনা ফাসো (Burkina Faso) পশ্চিম আফ্রিকার একটি স্থলবেষ্টিত দেশ।

author-image
Aniruddha Chakraborty
New Update
 Burkina Faso

Burkina Faso

নিজস্ব সংবাদদাতাঃ উত্তর বুরকিনা ফাসোর (Burkina Faso) দুটি গ্রামে পৃথক দুটি হামলায় কমপক্ষে ৪৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। স্থানীয় গভর্নর রডলফে সোর্গো কোনো নির্দিষ্ট গোষ্ঠীর নাম উল্লেখ না করে সন্ত্রাসীদের 'ঘৃণ্য ও বর্বরোচিত' হামলার জন্য দায়ী করেছেন। সোর্গো এক বিবৃতিতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। বুরকিনা ফাসো (Burkina Faso)  আল কায়েদা এবং ইসলামিক স্টেটের সঙ্গে যুক্ত ইসলামী সন্ত্রাসীদের দ্বারা পরিচালিত সহিংসতার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।