নিজস্ব সংবাদদাতা: মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে। ইজরায়েলের সামরিক হামলার পাল্টা জবাব দিতে শুক্রবার রাতে ইরান ছুঁড়েছে শতাধিক ব্যালিস্টিক মিসাইল। এই হামলায় ইজরায়েলের অন্তত দুই জন নাগরিকের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে একজন মহিলা। এছাড়াও আহত হয়েছেন প্রায় ৬০ জনের বেশি মানুষ।
ইজরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রে জানা গিয়েছে, এই হামলায় একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন, বেশ কয়েকজন মাঝারি আঘাত পেয়েছেন এবং আরও অনেকে হালকা জখম হয়েছেন।
ইরান এই পাল্টা আক্রমণ চালায় গত ১২ জুন ইজরায়েলের ‘অপারেশন রাইজিং লায়ন’-এর জবাবে। সেই অভিযানে ইজরায়েল ইরানের একাধিক পরমাণু কেন্দ্র ও সামরিক ঘাঁটি গুঁড়িয়ে দেয়। প্রাণ হারান ইরানের বেশ কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী। এরপরই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনেই হুঁশিয়ারি দিয়েছিলেন—“ইজরায়েল আর কোনও আঘাত হেনে পালাতে পারবে না, এবার ফল ভোগ করতেই হবে।”
এই হুঁশিয়ারির জেরেই ইরান শুক্রবার রাতে শুরু করে ‘ট্রু প্রমিস ৩’ (True Promise 3 Operation) নামের এক বিশাল প্রতিশোধমূলক অভিযান। এর অংশ হিসেবে একসঙ্গে ছোড়া হয় শত শত ব্যালিস্টিক মিসাইল, যেগুলো ইজরায়েলের বিভিন্ন অংশে আঘাত হানে।
পুরো মধ্যপ্রাচ্য এখন কার্যত আগুনের ফুলকিতে মোড়া, আর সারা বিশ্ব এই সংঘাত নিয়ে গভীর উদ্বেগে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us