ভূমিকম্পের পর রাশিয়ায় সুনামির তাণ্ডব! চলেছে উদ্ধার অভিযান, সতর্ক জারি আমেরিকা-জাপানে

ভয়াবহ ভূমিকম্পের পর রাশিয়ার উপকূলে সুনামি। সতর্কতা জারি আমেরিকা ও জাপানেও।

author-image
Tamalika Chakraborty
New Update
tsunami

নিজস্ব সংবাদদাতা: রাশিয়ার ফার ইস্ট অঞ্চলের কামচাটকা উপদ্বীপে বুধবার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরীয় উপকূল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ভয়ানক—৮.৭! এই ভূমিকম্পের ফলে উপকূলীয় অঞ্চলে উঠে এল প্রায় ৪ মিটার (১৩ ফুট) উচ্চতার সুনামি। ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক ভবন, আতঙ্কে ঘর ছেড়ে পালিয়েছেন হাজার হাজার মানুষ। প্রশাসনের তরফে জরুরি সর্তকতা জারি করা হয়েছে রাশিয়া, জাপান, মার্কিন যুক্তরাষ্ট্রসহ প্রশান্ত মহাসাগরের উপকূলবর্তী একাধিক দেশে।

ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ১৯.৩ কিলোমিটার গভীরে, যা ভূমিকম্প বিশেষজ্ঞদের মতে অত্যন্ত ‘shallow’। ফলে তার প্রভাব অনেক বেশি অনুভূত হয়েছে। কম্পনটি রেকর্ড করা হয় পেত্রোপাভলোভস্ক-কামচাটস্কি শহরের ঠিক ১২৫ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে। এই শহরটি রাশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ উপকূলবর্তী শহর, যেখানে প্রায় ১ লক্ষ ৬৫ হাজারের বেশি মানুষের বসবাস।

tsunami

প্রথমে ভূমিকম্পটির মাত্রা ৮.০ বলে জানালেও পরে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) তা সংশোধন করে ৮.৭ বলে জানায়, যা এই দশকের অন্যতম শক্তিশালী ভূমিকম্প হিসেবে বিবেচিত হচ্ছে। সুনামি সতর্কতায় আতঙ্ক ছড়িয়েছে জাপান ও আমেরিকার উপকূল এলাকাতেও। জাপানে ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকাগুলিতে সাইরেন বাজিয়ে লোকজনকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে।

রাশিয়ার জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে, কামচাটকার বেশ কিছু অঞ্চলে বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকটি স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্থানীয় স্কুল, হাসপাতাল এবং প্রশাসনিক দপ্তরগুলো খালি করে ফেলা হয়েছে।

এত বড় মাত্রার ভূমিকম্প এবং সুনামি সতর্কতা ঘিরে উদ্বেগ বাড়ছে পুরো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। বিশেষজ্ঞরা বলছেন, কম্পনের কেন্দ্রস্থল সমুদ্রের এত কাছাকাছি হওয়ায় এবং কম গভীরে হওয়ায় সুনামির আশঙ্কা আগে থেকেই ছিল। এখনো পর্যন্ত কোনো বড় প্রাণহানির খবর না মিললেও ক্ষয়ক্ষতির পরিমাণ বিশাল হতে পারে বলেই মনে করা হচ্ছে।