একের পর এক ভূমিকম্প! শেষ ধাক্কা এতটাই ভয়াবহ যে সুনামির হুঁশিয়ারি

ভয়াবহ ভূমিকম্পে রাশিয়ায় সুনামি সতর্কতা।

author-image
Tamalika Chakraborty
New Update
tsunami

নিজস্ব সংবাদদাতা: রাশিয়ার কামচাটকা উপকূলে পরপর তিনটি ভয়াবহ ভূমিকম্প! ৭.৪ মাত্রার কম্পনে জারি হল সুনামি সতর্কতা, তীব্র আতঙ্কে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল

রবিবার রাশিয়ার পূর্ব প্রান্তের কামচাটকা উপকূলে পরপর তিনটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল অঞ্চলটি। একের পর এক কম্পনের জেরে তৈরি হয় তীব্র আতঙ্ক। মার্কিন ভূতাত্ত্বিক সমীক্ষা সংস্থা (USGS) জানিয়েছে, প্রথমে রেকর্ড করা হয় ৭.০ ও ৬.৭ মাত্রার দুটি কম্পন। তবে এগুলোর পর তেমন কোনও সুনামি সতর্কতা জারি হয়নি।

কিন্তু এরপরই আসে সবচেয়ে ভয়ংকর ধাক্কা। স্থানীয় সময় সকাল ৮টা ৪৯ মিনিটে (০৮৪৯ GMT) রেকর্ড হয় ৭.৪ মাত্রার এক প্রবল ভূমিকম্প। এই ভূমিকম্পের পরেই USGS সতর্ক করে জানায়, “ভূমিকম্পের কেন্দ্র থেকে ৩০০ কিলোমিটারের মধ্যে যেকোনো স্থানে বিপজ্জনক সুনামি ঢেউ আছড়ে পড়তে পারে।”

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল কামচাটকার রাজধানী পেট্রোপাভলোভস্ক-কামচাটস্কি শহরের প্রায় ১৪০ কিলোমিটার পূর্বে, প্রশান্ত মহাসাগরের বুকে। ভূমিকম্পের পর একাধিক আফটারশকও অনুভূত হয়েছে, যার মধ্যে আবারও একটি ৬.৭ মাত্রার কম্পন রেকর্ড করা হয়েছে।

earthquake-165333220-16x9_0

এখনও পর্যন্ত কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় জানিয়েছে, বারিং সাগরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কমান্ডার দ্বীপপুঞ্জে ৬০ সেন্টিমিটার উচ্চতার ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। কামচাটকা উপদ্বীপেও ১৫ থেকে ৪০ সেন্টিমিটার পর্যন্ত ঢেউ উঠতে পারে বলে আশঙ্কা।

ঘটনার জেরে গোটা কামচাটকা অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে এবং উপকূলবর্তী এলাকাগুলিতে বিশেষ নজর রাখা হচ্ছে। যদিও এখনই বড়সড় বিপর্যয়ের আশঙ্কা নেই বলে মনে করছেন ভূতত্ত্ববিদেরা, তবে পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে রুশ প্রশাসন ও আন্তর্জাতিক সংস্থাগুলি।