New Update
/anm-bengali/media/media_files/2025/05/24/0kE84R5JNGiroCVplTDT.jpg)
নিজস্ব সংবাদদাতা : নিউ ইয়র্কের ওয়েস্ট পয়েন্ট মিলিটারি অ্যাকাডেমিতে নবীন সেনা অফিসারদের উদ্দেশ্যে ভাষণ দিলেন ডোনাল্ড ট্রাম্প। ভাষণে তিনি নতুন লেফটেন্যান্টদের শুভেচ্ছা জানান।
/anm-bengali/media/media_files/2025/04/29/1000195784-103906.jpg)
এই ভাষণের আগে ট্রাম্প ও প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ সামরিক অ্যাকাডেমিগুলির পড়াশোনা, ক্লাব ও বই খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। যেগুলো ‘ডিইআই’ নীতির নামে অপ্রয়োজনীয় বলে মনে হচ্ছে, সেগুলো বাদ দেওয়ার চেষ্টা চলছে।
এদিকে, যাঁদের উদ্দেশ্যে ট্রাম্প বক্তব্য রাখলেন, সেই ব্যাচে রয়েছেন ২৫২ জন মহিলা। তাঁদের মধ্যেই জোয়ানা হাফহিল হয়েছেন প্রথম। এবারে প্রথম মহিলা পাশ করার ৪৫ বছর পূর্তি— ফলে দিনটি ছিল ঐতিহাসিক।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us