ওয়েস্ট পয়েন্টে ট্রাম্পের র‌্যাম্প বিতর্কের স্মৃতি ফিরে এলো! এবার আগেভাগে হাতলের ব্যবস্থা

২০২০ সালে ওয়েস্ট পয়েন্টে র‌্যাম্প দিয়ে নেমে সমালোচনার মুখে পড়েছিলেন ট্রাম্প। এবার সেই বিতর্ক এড়াতে র‌্যাম্পে বসানো হল হাতল।

author-image
Debapriya Sarkar
New Update
Trump

নিজস্ব সংবাদদাতা : ২০২০ সালে ওয়েস্ট পয়েন্টের সমাবর্তনে বক্তব্য রাখতে গিয়ে র‌্যাম্প দিয়ে নিচে নামার সময় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কৌতূহল জাগানো এক অস্বস্তিকর হাঁটার দৃশ্য নিয়ে তুমুল বিতর্ক হয়েছিল। তার সেই ধীর ও সাবধানী হাঁটা নিয়ে প্রশ্ন ওঠে তার শারীরিক সক্ষমতা নিয়ে। আজ ফের সেই একই মঞ্চে বক্তব্য রাখতে আসছেন ট্রাম্প। মঞ্চের সামনের আগের মতোই দুটি লম্বা র‌্যাম্প রাখা হয়েছে, তবে এবার নতুন করে একটি পাশে হাতল বসানো হয়েছে।

Trump

২০২০ সালে ঘটনার পর টুইটে ট্রাম্প দাবি করেছিলেন, র‌্যাম্পটি "খুব লম্বা ও খাড়া" ছিল, "হাতল ছিল না" এবং "সবচেয়ে গুরুত্বপূর্ণ, খুব পিচ্ছিল ছিল"। যদিও সেদিন বৃষ্টি হয়নি এবং অন্যদের স্বাভাবিকভাবে র‌্যাম্প দিয়ে নামতেও দেখা গিয়েছিল। এই বছর সেই বিতর্ক এড়াতে নতুন করে র‌্যাম্পে হাতল বসানো হয়েছে।