/anm-bengali/media/media_files/2025/05/01/TWOjoThD76rjpXvAkgyF.jpg)
নিজস্ব সংবাদদাতা : যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে বহুদিন ধরে আটকে থাকা একটি খনিজসম্পদ চুক্তি অবশেষে স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে আমেরিকা ইউক্রেনের গুরুত্বপূর্ণ খনিজ সম্পদে বিশেষ সুবিধা পাবে, আর ইউক্রেন তাদের দেশের পুনর্গঠনের জন্য অর্থ সাহায্য পাবে।
/anm-bengali/media/media_files/2025/03/11/a20uXQq7BW9lhBEXY4Eo.jpg)
এই চুক্তি নিয়ে প্রথমবারের মতো প্রকাশ্যে কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এক টেলিভিশন অনুষ্ঠানে বলেন, "আজ আমরা এমন একটা চুক্তি করেছি, যেটা থেকে আমরা ৩৫০ বিলিয়ন ডলারের থেকেও বেশি পাবো—এই ধারণা আমাদের আছে। তবে আমি চাইছিলাম, যেন এই ব্যাপারে আমাদের নিরাপত্তা থাকে"।
এই চুক্তির বিষয়ে ট্রাম্প জানান, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ভ্যাটিকানে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার আগে তাদের মাত্র ১৫ মিনিট কথা হয়। সেই সময়েই ট্রাম্প জেলেনস্কিকে বলেন, "তুমি যদি এই চুক্তিতে সই করো, সেটা তোমার জন্য ভালো হবে। কারণ রাশিয়া অনেক বড় ও শক্তিশালী।" ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল, এই চুক্তি কি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে থামাতে পারবে? উত্তরে ট্রাম্প বলেন, “হ্যাঁ, সেটা সম্ভব।”
/anm-bengali/media/media_files/2025/04/26/FfpqQAjY1gNSR4mAzrMF.jpg)
এই চুক্তিকে ঘিরে আন্তর্জাতিক মহলে আলোচনার ঝড় উঠেছে। বিশেষ করে আমেরিকা ও ইউক্রেনের ঘনিষ্ঠ সম্পর্ক নতুন মাত্রা পেল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us