BREAKING: চাল নিচ্ছে না জাপান ! 'চিঠি পাঠাব' শুল্ক বাড়ানোর ইঙ্গিত দিয়ে বললেন ট্রাম্প

কেন রেগে গেলেন ট্রাম্প ?

author-image
Debjit Biswas
New Update
trump

নিজস্ব সংবাদদাতা : আমেরিকার কাছ থেকে চাল আমদানি না করার জন্য,এবার শীঘ্রই জাপানকে একটি চিঠি পাঠানো হবে জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ নিজের সোশ্যাল মিডিয়া, ট্রুথ সোশ্যালে এই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই বিষয়ে ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে লিখেছেন,"জাপানের প্রতি আমার গভীর শ্রদ্ধা আছে। তবু তারা আমাদের থেকে চাল নেয় না। অথচ তাদের দেশে বিশাল চালের ঘাটতি চলছে। আমরা শুধু তাদের একটি চিঠি পাঠাবো। একথা স্বীকার করতেই হবে যে,বহু বছর ধরেই তারা আমাদের ব্যবসায়িক সঙ্গী।" এর আগে জাপান থেকে আসা পণ্যের ওপর ২৪% শুল্ক চাপানো হয়েছিল, যা পরে স্থগিত করা হয়। এই নতুন চিঠির মাধ্যমে এই শুল্ক আবার কার্যকর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

donald trump