এবার সান ফ্রান্সিকোতে সেনা পাঠাতে চান ট্রাম্প! আমেরিকা জুড়ে তীব্র উত্তেজনা

এবার সান ফ্রান্সিকোতে সেনা পাঠাতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

author-image
Tamalika Chakraborty
New Update
donald Trump

নিজস্ব সংবাদদাতা:মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার এক সাক্ষাৎকারে বলেছেন, এবার তিনি সান ফ্রান্সিসকোতে সেনা পাঠাতে চান। ট্রাম্প আগেই লস অ্যাঞ্জেলেস, ওয়াশিংটন, মেমফিসে ন্যাশনাল গার্ড পাঠিয়েছেন, যেখানে স্থানীয় নেতারা কখনও এসবের বিরোধিতা করেছেন। স্থানীয় আদালত ইতিমধ্যে শিকাগো ও পোর্টল্যান্ডে সেনা মোতায়েন আটকে দিয়েছে।

ট্রাম্প ফক্স নিউজকে বলেন, ‘‘পরবর্তী অভিযান হবে সান ফ্রান্সিসকোতে। আমার মনে হয় ওরা চায় আমরা সেখানে যাই। সান ফ্রান্সিসকো একসময় বিশ্বের অন্যতম সেরা শহর ছিল, কিন্তু ১৫ বছর আগে সব কিছু বদলে যায়। এবার আমরা যাব এবং শহরটাকে আবার সেরা করে তুলব।’’

donald trump

তিনি দাবি করেন, ডেমোক্র্যাট শাসিত শহরগুলিতে অপরাধের মাত্রা বাড়ছে এবং তার সূত্রে সেনা মোতায়েন জরুরি। গত মাসে মার্কিন শহরগুলোকে ‘‘মিলিটারির প্রশিক্ষণ ক্যাম্প’’ হিসেবে ব্যবহার করার প্রস্তাবও দিয়েছেন ট্রাম্প।