New Update
নিজস্ব সংবাদদাতা : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প,সম্প্রতি বাংলাদেশের রপ্তানি পোশাকের ওপর ৩৫% শুল্ক আরোপ করায়, চরম বিপাকে পড়েছে সেই দেশের সবচেয়ে বড় শিল্প খাত অর্থাৎ পোশাক শিল্প। এই বিপুল পরিমান শুল্কের ফলে, বৈদেশিক বাজারে ব্যাপক মাত্রায় অর্ডার কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বাংলাদেশে। বাংলাদেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশেরও বেশি এবং জিডিপির প্রায় ১০ শতাংশই নির্ভর করে এই শিল্পের ওপর। প্রায় ৪০ লক্ষ শ্রমিক এই শিল্পে কাজ করেন। এই বিষয়ে বাংলাদেশের শ্রমিক বলেন,''গত কয়েক মাস ধরেই আমাদের এখানে ছাঁটাই নিয়ে কথা হচ্ছে। কারখানায় কেউ এলেই এখন বুক ধড়ফড় করে ওঠে। মনে হয়, আমাকে ছাঁটাইয়ের খবর দিতেই এসেছে।”
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/06/22/donald-trump-2025-06-22-09-24-18.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us