ভয়ংকর সতর্কতা ট্রাম্পের মুখে— প্রশান্ত মহাসাগরের তাণ্ডবে ত্রাস ছড়াল আমেরিকা, জাপান, হাওয়াইয়ে!

সুনামি নিয়ে মার্কিন নাগরিকদের জরুরি বার্তা দিলেন ডোনাল্ড ট্রাম্প।

author-image
Tamalika Chakraborty
New Update
trump

নিজস্ব সংবাদদাতা: প্রচণ্ড শক্তিশালী ভূমিকম্পের জেরে ভয়াবহ সুনামির আশঙ্কা! মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই সতর্কবার্তা জারি করলেন। Truth Social-এ এক পোস্টে তিনি জানান, প্রশান্ত মহাসাগরের গভীরে এক বিশাল ভূমিকম্পের ফলে হাওয়াই দ্বীপপুঞ্জের জন্য ইতিমধ্যেই জারি হয়েছে সুনামি সতর্কা, অর্থাৎ সেখানে যে কোনও সময় আছড়ে পড়তে পারে সুনামি।

সতর্কবার্তায় ট্রাম্প আরও উল্লেখ করেন, আলাস্কা ও আমেরিকার পশ্চিম উপকূলের (Pacific Coast) জন্য সুনামি পর্যবেক্ষণ জারি করা হয়েছে। এর মানে, পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে এবং সমুদ্রতল বরাবর ব্যাপক সর্তকতা অবলম্বন করার নির্দেশ দেওয়া হয়েছে।

tsunami alert

উল্লেখযোগ্যভাবে, ট্রাম্প এই বার্তায় জাপানের দিকেও সতর্ক দৃষ্টি রাখার ইঙ্গিত দিয়েছেন। তাঁর কথায়, ভূমিকম্পের পরবর্তী ধাক্কায় জাপানও সুনামির কবলে পড়তে পারে বলে আশঙ্কা রয়েছে।

ট্রাম্পের বার্তায় ছিল উদ্বেগ, সতর্কতা এবং এক গভীর মানবিক আবেদন—"নিরাপদে থাকুন!" অর্থাৎ সবাইকে মানসিকভাবে দৃঢ় থাকতে ও নিরাপদে থাকার অনুরোধ করেছেন তিনি।