নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং টেসলা ও স্পেসএক্সের সিইও এলন মাস্কের মধ্যে সম্প্রতি প্রকাশ্য দ্বন্দ্বে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। এলন মাস্ক সামাজিক মাধ্যমে একের পর এক বিস্ফোরক পোস্ট দিয়ে ট্রাম্পের বিরুদ্ধে “অকৃতজ্ঞতা”র অভিযোগ তোলেন এবং দাবি করেন, ট্রাম্পের নাম জেফ্রি এপস্টিন সংক্রান্ত নথিতেও রয়েছে।
/anm-bengali/media/media_files/2025/04/11/bqtvZdMnY9POtip0SAG7.jpeg)
ওয়াশিংটন পোস্টের খবরে জানা যায়, এই সম্পর্কের টানাপোড়েনের মধ্যে ট্রাম্প তার ঘনিষ্ঠদের ফোন করে মাস্কের আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি মাস্ককে “মাদকাসক্ত” বলেও আখ্যা দেন। এক সূত্র জানায়, ট্রাম্প বিশ্বাস করেন এলন মাস্কের আচরণ তাঁর মাদক সেবনের ফল হতে পারে।