/anm-bengali/media/media_files/2025/10/11/trump-and-machoda-2025-10-11-11-38-44.png)
নিজস্ব সংবাদদাতা: নোবেল শান্তি পুরস্কার ঘোষণার আগে থেকেই আন্তর্জাতিক মহলে গুঞ্জন ছিল—এই পুরস্কার যদি ডোনাল্ড ট্রাম্প ছাড়া অন্য কেউ পান, তাহলে মার্কিন প্রেসিডেন্ট ঠিক কেমন প্রতিক্রিয়া দেখাবেন! কিন্তু এইবার চিত্রটা হলো একেবারে উল্টো। পুরস্কার গেল ভেনিজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদোর হাতে, অথচ ট্রাম্প বেশ খুশিই জানালেন নিজেকে।
৭৯ বছর বয়সী ট্রাম্প তাঁর স্বভাবসুলভ ভঙ্গিতে বলেছেন, তিনি এই খবর শুনে খুব আনন্দিত। তাঁর দাবি, মারিয়া কোরিনা মাচাদো—যিনি ভেনিজুয়েলার ‘আয়রন লেডি’ হিসেবে পরিচিত—এই পুরস্কারটি যেন তাঁকে শ্রদ্ধা জানিয়ে পেয়েছেন। ট্রাম্প সরাসরি বলেন, “নোবেলজয়ী আমাকে আজ ফোন করেছিলেন। বললেন, ‘আমি এই পুরস্কারটি আপনার সম্মানে গ্রহণ করছি, কারণ আসলে আপনি-ই প্রাপ্য ছিলেন।’ খুব সুন্দর কথা বলেছেন তিনি।”
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/05/13/3wLtysUGVkwKSV48NDOz.jpg)
তবে এখানেই শেষ নয়। নিজের বক্তৃতায় ট্রাম্প হেসে আরও বলেন, “আমি তাঁকে বলিনি 'আমাকে দাও', কিন্তু আমার মনে হয়, উনি হয়তো তাই মনে করেছিলেন! তিনি খুবই ভালো মহিলা।” এই মন্তব্যে শ্রোতা ও সাংবাদিকরা হো-হো করে হাসতে শুরু করেন, কারণ সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই বহু মিম ঘুরছে ‘ট্রাম্প নোবেল মিস করলেন’ নিয়ে।
উল্লেখ করা যায়, ট্রাম্প বহুবার দাবি করেছেন যে তিনি একাধিক যুদ্ধ বন্ধ করে বিশ্বশান্তিতে অবদান রেখেছেন এবং সেই কারণেই তিনি নোবেল শান্তি পুরস্কারের যোগ্য। এদিকে, হোয়াইট হাউস এই ঘটনার পর নোবেল কমিটির সিদ্ধান্তের সমালোচনা করে জানিয়েছে, এ বছর তারা “শান্তির চেয়ে রাজনীতি”কে বেশি গুরুত্ব দিয়েছে।
সবশেষে ট্রাম্প রহস্য রেখে বলেন, “আমি ওঁকে অনেকটা সাহায্য করেছি এই পথে,” যদিও তিনি কীভাবে সাহায্য করেছেন তা নিয়ে আর বিস্তারিত কিছু জানাননি। পুরস্কার ঘোষণা ঘিরে যেমন বিতর্ক তীব্র হয়েছে, ট্রাম্পের “নোবেল ইন মাই অনার” মন্তব্য এখন তেমনই ভাইরাল হচ্ছে বিশ্বের নানা প্রান্তে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us